সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাটহাজারীতে মাদরাসার ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ণ
হাটহাজারীতে মাদরাসার ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উপর ভণ্ড মাজারপুজারীদের বর্বরোচিত হামলা এবং জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রহ.-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা।

 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমিয়ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উপর ভণ্ডদের হামলার ঘটনায় প্রশাসনের নিরবতা তাদের ব্যর্থতার প্রমাণ। অন্যদিকে আলেমে দ্বীন মাওলানা মুশতাক গাজীনগরী রহ.-কে হত্যার ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

 

গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—

জমিয়ত নেতা মাওলানা ফয়সল আহমদ, মাওলানা রশীদুর রহমান, হাফিজ মাওলানা আবুল কাসিম, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার জাকির, যুব নেতা মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ উসামা, আবু সালেহ উসমান, আহমেদ মাজেদসহ অন্যান্যেরা।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!