সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সিলেট গাউসিয়া কমিটির জশনে জুলুসে বক্তারা মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:২৮ অপরাহ্ণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সিলেট গাউসিয়া কমিটির জশনে জুলুসে বক্তারা  মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য  রহমত, বরকত ও মহা আনন্দের

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ১২ই রবিউল আউয়াল শনিবার (৬ সেপ্টেম্বর) গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে বিশাল জশনে জুলুস বের করা হয়।

মিছিলটি নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

মানবাতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (দ.) এই পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য ইসলাম ধর্ম প্রচার করেছেন। ইসলামের সঠিক জ্ঞান আহরন করে সঠিক ভাবে তা মেনে চলার জন্য আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (দ.) এর জন্ম দিবস আজকের এই দিনে। ৫৭০ খৃস্টাব্দের এ দিনে মক্কায় জন্ম গ্রহণ করেন। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এ মহানবী হযরত মুহাম্মদ (দ.)। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরো বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত সমাজকে খোদায়ী নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। গোটা মানব সমাজকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন। তিনি ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদশ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় ও গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি আলহাজ্ব মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী জনাব কবির উদ্দিন আহমেদ, খাদিম নগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, ফজিলাতুন্নেছা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, গাউসিয়া কমিটি সিলেট মহানগরীর সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুরুল আমিনএ

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তাহেরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি সিলেটের সম্মানিত সভাপতি আলী আজগর চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাকালীন ও আজীবন সভাপতি জনাব মাহবুব আলী চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাকালীন ও আজীবন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সায়মন সাদিক, নাইমুল ইসলাম, কামরান উদ্দিন নাসিম, সুমন তালুকদার, জামাল উদ্দিন, ফরহাদ আহমেদ, আলি আসকর আব্দুল কাইউম মাসুম আলী জাবের ও অত্র সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন