সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:০৮ অপরাহ্ণ
মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান বলেন,

“মাওলানা মুশতাক আহমদ নিখোঁজ হওয়ার তিন দিন পর তার লাশ নদীতে ভেসে উঠা কোনভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এ ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। সরকারের অবশ্যই এর দায়ভার নিতে হবে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শান্তিপ্রিয় জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ। দোয়া ও সমাপনী বক্তব্য প্রদান করেন শায়খ আতিকুর রহমান।

এসময় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন