সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাজের মাধ্যমে খেজুরগাছের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে: সাবেক ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:০৩ অপরাহ্ণ
কাজের মাধ্যমে খেজুরগাছের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে: সাবেক ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জনগণের ভাগ্য পরিবর্তনে যেকোনো মূল্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুরগাছ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাবেক ও বর্তমান ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।

 

তারা বলেন, এ আসনে অতীতে স্থানীয় কোনো জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ায় জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই আসনের অধিকার আদায় ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। বৈঠকের সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ মাহফুজ।

 

নেতৃবৃন্দ বলেন, “সিলেট-৪ হচ্ছে সিলেটের বৃহৎ আসন। এ আসনে রয়েছে খনিজ সম্পদ ও প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য। অথচ এখানকার মানুষ অধিকার বঞ্চিত। তাই আগামী নির্বাচনে খেজুরগাছ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।”

 

সভা পরিচালনা করেন ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল মতিন, ওলিউর রহমান (জৈন্তাপুর), সুহাইল আহমদ (কোম্পানীগঞ্জ), হোসাইন আহমদ, রফিক আহমদ মহল্লী, কবির আহমদ, মুহিব্বুল্লাহ, সিরাজ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, রেজাউল করিম রেজা, হাসান আহমদ, মাহদী হাসান, রফিক আহমদ, আবুল হাসানাত, জয়নাল আবেদীন ডালিম, আফিতাব উদ্দিন, আব্দুল করিম দিলদার, হুজাইফা উমর, মাসুম আল মাহদী, উবায়দুল্লাহ, হাফিজ জামাল উদ্দিন, আবু তালহা তোফায়েল, শোয়াইবুর রহমান, জাকারিয়া আহমদ, মুহসিন আহমদ, এখলাছুল আম্বিয়া, আবু তালহা, নুরুল ইসলাম, বশির উদ্দিন, আব্দুল্লাহ সালমান, আব্দুল্লাহ হোসাইন, লুকমান হাকিম, হাফিজ সুহাইল, এহসান উল্লাহ, মাহবুবুল আম্বিয়া, আমিনুর রশিদ, আল আমিন, মাওলানা ইয়াকুব, কাওসার আমিন, আব্দুল আহাদ ও আব্দুল্লাহ শাকুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন