
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুনামকণ্ঠ অফিসে আয়োজিত সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবু সাঈদ, জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্ল্যাহ সরকার, জামালগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, হালির হাওরের কৃষক মাখসুদুর রহমান মখসুদ, আমিনুল ইসলাম মনি, পাগনার হাওরের কৃষক সানোয়ার হোসেন, আমিন উদ্দিন, শিক্ষক আলী আমজদ প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের প্রাণপ্রবাহ রক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ করে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা জরুরি। বক্তারা হাওরের মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে ইজারা আইন প্রয়োগের দাবি জানান।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে রফিকুল ইসলাম বিন বারীকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।