
সিলেট :সিলেটের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম বলেছেন- কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি আত্মনির্ভরশীলও করে তোলে। পরবর্তীতে এই দক্ষ দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের কনফারেন্স হলে সিলেট উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. কয়েছ আহমদ, মো. আবুল কালাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল আজিজ সজীবের পরিচালনা অনুষ্টানে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ, জনি আহমদ, সদস্য, আব্দুল্লাহ আল সাঈদ, ক্বারী মাজেদুল ইসলাম, হাফিজ শাহরিয়ার, মোজাহিদুল ইসলাম, ফাহাদ জমির, সাঈদ আহমদ, মো. এহসানুল করিম, আল আহবাব, এম কে নাঈম ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
অনুষ্ঠানে একজন প্রশিক্ষণার্থীকে ফ্রিল্যান্সিং কার্যক্রমে সহায়তার জন্য একটি ল্যাপটপ, এবং অপর একজনকে ৩০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অসামান্য অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয়কেসিলেট উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানসূচক ‘অনারারি লাইফ মেম্বার’ সার্টিফিকেট প্রদান করেন।