সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা নজরুল আমাদের প্রেরণা: বাংলা সাহিত্যের দিকপাল

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৬:১৮ অপরাহ্ণ
মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা নজরুল আমাদের প্রেরণা: বাংলা সাহিত্যের দিকপাল

নজরুল আমাদের প্রেরণা, বাংলা সাহিত্যের দিকপাল। নজরুলের কবিতায় আছে বিদ্রোহ, আছে প্রেম, মানবতা। তেমনি আছে ইসলামি ভাবধারা ও সামাজিক ন্যায়বোধ। দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করলেও কবি নজরুল লেখালেখি থেকে বিরত থাকেননি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী এ কথা বলেন। গত সোমবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের কার্যকরি পরিষদ সদস্য কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু’র সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাইক্লোনের ৩২৪তম সাহিত্য আসরে স্বাগত বক্তব্য রাখেন গল্পকার তাসলিমা খানম বীথি। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাব্বির আহমদ, বাংলাদেশ ব্যাংক-এর অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, দৈনিক সুরমা মেইল-এর সাহিত্য সম্পাদক, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল।

আসরে লেখা পাঠে অংশ নেন এবং উপস্থিত ছিলেন গল্পকার জীম হামযা, কবি কাউছার আরা বেগম, কবি কামাল আহমদ, ছড়াকার হুসাইন হামিদ, আব্দুল আজাদ চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন