সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীমান্তে পৃথক অভিযান ১ কোটি ৪৪ লক্ষাধিক টাকার চোরাই পন্য জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০১:২২ অপরাহ্ণ
সীমান্তে পৃথক অভিযান ১ কোটি ৪৪ লক্ষাধিক টাকার চোরাই পন্য জব্দ

সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে টানা অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, প্রসাধনী, চা-পাতা, চিনি, শিং মাছ ও পাতার বিড়িসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিলেট জেলার সীমান্তবর্তী তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, ডিবিরহাওর, বড় চতুল ও জৈন্তাপুর এলাকায় দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিড়ি ১৫,১২০ প্যাকেট, একটি গরু, এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা, চিনি ও বাংলাদেশী শিং মাছ জব্দ করে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ১,৪৪,৬৩,৫৮০/- টাকা। এর মধ্যে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালামালের মূল্য ১,৩৬,২৭,৫৮০/- টাকা এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালামালের মূল্য ৮,৩৬,০০০/- টাকা।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন-বিজিবি শুধু সীমান্ত পাহারা দেয় না, বরং দেশের অর্থনীতি ও সমাজকে রক্ষা করতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে। চোরাচালান প্রতিরোধে আমাদের প্রতিটি সদস্য দিন-রাত পরিশ্রম করছে। বিজিবি মানুষের আস্থার প্রতীক, আর এ আস্থা রক্ষায় আমরা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

 

অন্যদিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান-

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা কার্যক্রম ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে বিজিবি কখনোই আপোষ করবে না। জনগণের সহযোগিতা নিয়েই সীমান্তকে নিরাপদ রাখা হবে।

 

এ অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো-সীমান্ত সুরক্ষায় বিজিবি অটল, অদম্য এবং দেশের স্বার্থ রক্ষায় সর্বদা অগ্রণী।

সংবাদটি শেয়ার করুন