সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাবার দেখানো পথেই হাটছে মেয়ে: ওসি রতন শেখের কন্যা আরিশা নূর রাইসার মেধা বৃত্তি সাফল্য অর্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
বাবার দেখানো পথেই হাটছে মেয়ে: ওসি রতন শেখের কন্যা আরিশা নূর রাইসার মেধা বৃত্তি সাফল্য অর্জন

সিলেট:: কোম্পানীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পিপিএম দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবেই নয় সর্ব মহলে  একজন আলোচনায় থাকা দায়িত্বশীল মানুষ তার কর্ম দক্ষতায় সর্বসাধারণের মনে একজন সৎ নীতিবান অফিসার হিসেবে জায়গা করে নিয়েছেন। ,

একজন ন্যায় পরায়ণ নীতিবান বাবার দেখানো পথেই হাটছে, তাঁর একমাত্র কন্যা আরিশা নূর রাইসা, বাগেরহাট জেলা শহরের দুই নম্বর ওয়ার্ড, হরিণখানা গ্রামের স্থায়ী বাসিন্দা।

চলিত বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে উত্তির্ণ হওয়া আরিশা নূর রাইসা বাংলাদেশের ৯ টি শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ১০ হাজার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বোর্ড মেধা বৃত্তি”লাভ  অর্জন করেছে।

 

আরিশা নূর রাইসার সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন মা, যিনি কেবল মেয়েকে পড়ান। শিক্ষিত মা-বাবা এবং আরিশার নিজের পড়ার আগ্রহ মিলিয়ে তিনি প্রমাণ করেছেন, নিজের  ইচ্ছাশক্তি এবং মনোযোগ থাকলেই যে কোনো অবস্থায় পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব।

শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আরিশা নূর রাইসা ইতোমধ্যে সিলেট সরকারি মহিলা কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তার একাগ্রতা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে।

পিতা মো: রতন শেখ বলেন, আমার মেয়ে বাংলাদেশ “শিক্ষা বোর্ড মেধা বৃত্তি লাভ করায় সংশ্লিষ্ট্রদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি তার মেয়ের ভবিষ্যৎ জীবন সাফল্য কামনায় সবার নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন