সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে মহিষ ও বিড়িসহ ৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৫:০৯ অপরাহ্ণ
সিলেট সীমান্তে মহিষ ও বিড়িসহ ৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

সীমান্ত সুরক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আবারও সফল অভিযান পরিচালনা করেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনব্যাপী পৃথক পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য   জব্দ।

 

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লক্ষীবাজার বিওপি’র একটি বিশেষ টহল দল মইয়াখালী এলাকায় সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিড়ি ৬,৮৬৪ প্যাকেট জব্দ করা হয়। এর বাজারমূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।

 

এছাড়া একই দিনে জৈন্তাপুর ও ডোনা বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ১টি এবং ৫০০ কেজি চিনি আটক করে। এসবের সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।

 

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

 

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন- আমরা সবসময় সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। বিজিবির প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই অভিযান শুধু অবৈধ পণ্য আটক নয়, বরং সীমান্ত জনগণের আস্থা অর্জনের এক অনন্য দৃষ্টান্ত। সীমান্তকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন