সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ণ
জগন্নাথপুরে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরসহ বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার বৈঠাখালি ব্রিজ সংলগ্ন খালের মাধ্যমে উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পুকুর রকম জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, মৎস্য সরবরাহকারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন