সিলেট ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে পূবালী ব্যাংকের ২০৭ তম উপশাখার উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে পূবালী ব্যাংকের ২০৭ তম উপশাখার উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি:জৈন্তাপুর উপজেলা সদরে পূবালী ব্যাংক পিএলসি’র ২০৭ তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২রা অক্টোবর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা সদরে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন মা মার্কেটের দ্বিতীয় তলায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০৭ তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক দরবস্ত শাখার ব্যবস্হাপক মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপশাখার ব্যবস্হাপক মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্হাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চলের উপ- মহাব্যবস্হাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চলের উপ- মহাব্যবস্হাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মোশাহিদুল্লাহ্ ও মৌলভীবাজার অঞ্চলের উপ-মহা ব্যবস্হাপক মোঃ মুশফিকুর রহমান, সহকারী ব্যবস্হাপক উজ্জ্বল হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৬৫ বছর যাবৎ সুনামের সহীত বাংলাদেশের ব্যাংকিং খাতে গ্রহকদের সেবা দিয়ে আসছে পূবালী ব্যাংক পিএলসি।

তারা বলেন জৈন্তাপুর বালু, পাথর ও কয়লা আমদানি, মিলকারখানা ব্যবসার জন্য বিনিয়োগ বান্ধব একটি উপজেলা। এ ছাড়া পর্যটন খাতে এই উপজেলায় রয়েছে অপার সম্ভাবনা। এতে করে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধার্থে ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ সুবিধাজনক ভাবে গ্রাহকের নিকট পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে জৈন্তাপুর পূবালী ব্যাংক পিএলসি উপশাখা।

এ সময় আমন্ত্রিত অতিথি ও স্টেকহোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন, আলহাজ্ব নূরুল আমিন কন্ট্রাক্টর, ইলিয়াস উদ্দিন লিপু, গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, জৈন্তাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার,, স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মী  সহ অন্যান্যরা।

মিলাদ ও দোয়া মাহফিলের পরে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন