সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে জমিয়তের নির্বাচনী প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ণ
গোলাপগঞ্জে জমিয়তের নির্বাচনী প্রস্তুতি সভা

গোলাপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার ৩০ আগস্ট বাদ আছর উপজেলার অভিজাত রেস্টুরেন্ট সানরাইজে এ সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ এর পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট-৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জমিয়তের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

তিনি তার বক্তব্যে বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন,শিক্ষার প্রসার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে যাবো।”

 

সভায় উপস্থিত ছিলেন,বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক্ব ক্বাসিমি।গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মুফতি মাহফুজ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদউদ্দীন সালিম, মাওলানা ইসমাইল আহমদ, মাওলানা নুরুল ইসলাম জুয়েল, মাওলানা সাদ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা রশিদ আহমদ, অর্থ সম্পাদক আফছর আহমদ, মাওলানা নুর উদ্দীন, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার জাকির আহমদ।

 

গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মনোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান ও মাওলানা জামাল আহমদ, সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জামিল আহমদ ও মাওলানা আফজল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদ, অর্থ সম্পাদক মাওলানা সাদিক আহমদ, সহ-প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, মাওলানা আতিকুর রহমান, মাওলানা খালেদ আহমদ, মাওলানা জাকির আহমদ তালুকদার, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদুল্লাহ রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মেহদি হাসান শাকিল, মাওলানা শিব্বির আহমদ, হাফিজ এনাম আহমদ ও মাওলানা রুকুনুদ্দীন।

 

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসিম আহমদ, জাহেদ আহমদ, মাওলানা ইকরাম আহমদ, আফছর আহমদ, সাব্বির আহমদ, রুম্মান আহমদ ও আব্বাস উদ্দীন প্রমুখ।

 

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে জমিয়তের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন