সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা শ্রমিক দলের র‌্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা শ্রমিক দলের র‌্যালি

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে এক বিশাল র‌্যালি বের করা হয়।

সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে কোর্ট পয়েন্টের সামন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী মো. সোরমান আলী এবং সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম এর নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে যোগ দেয়।

এছাড়াও র‌্যালিতে এছাড়াও ১৩টি উপজেলা ১৬টি থানা শ্রমিকদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বেসিক ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী মো. সোরমান আলী ও সদস্য সচিব নুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন