
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এ প্রতিপাদ্যকে সামনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩১ আগস্ট রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.কৃপেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডা. তানজিম হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, মুকিম উদ্দিন, আমিনুল হক সিপন, উপজেলা প্রেসক্লাব কার্য নির্বাহী সদস্য আলী জহুর, তৈয়বুর রহমান, সাংবাদিক মোঃ বাবুল কবির প্রমূখ।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ চন্দ্র রায় বলেন, অতীব জরুরী না হলে কোন মাকে সিজার করা হয় না। আমরা সব সময় চেষ্টা করি নরমাল ডেলিভারি করতে। গুরুতর কোন রোগী না হলে রেফার করা হয় না। সর্বপুরি আমরা সাধ্যমতো মানুষের প্রত্যাশা পূরণে কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। তিনি বলেন, জন্মের পর শিশুকে শালদুধ খাওয়ানো অপরিহার্য্য। শালদুধ শিশুদের জন্য টিকা হিসেবে কাজ করে। শুরু থেকে টানা ৬ মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। পরে অল্প পরিসরে অন্যান্য খাবার দেয়া যাবে। এ জন্য সবার আগে মায়ের সুস্থতার দিকে নজর রাখতে হবে। মা সুস্থ্য থাকলে সন্তানও সুস্থ্য থাকবে। তিনি আরো বলেন, মানব দেহের পুষ্টি চাহিদা মেটাতে দামী দামী ফল খাওয়ার প্রয়োজন নেই। স্থানীয় মৌসুমী কমদামি ফল ও শাক-সবজিই যতেষ্ট। সবাই মিলে স্বাস্থ্য সচেতন হলে সুন্দর জীবন গড়ে উঠবে।