সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে আনুষ্ঠানিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ণ
বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে আনুষ্ঠানিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প

বিশ্বম্ভরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে আনুষ্ঠানিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের হাওর বিলাস প্রাঙ্গণে শিশুদের জন্য এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

 

প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আলী হায়দার। প্রশিক্ষণে অংশ নেয় স্থানীয় অনেক শিশু ও কিশোর।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি আবুল কাশেম সাঈদ প্রমুখ।

 

তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, “শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া যেকোনো প্রশিক্ষণই জীবনের লক্ষ্যে পৌঁছাতে বিরাট ভূমিকা রাখে।”

 

তাহিয়া একাডেমির এ মহতী উদ্যোগকে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা করা হয়েছে। প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলম জানান, এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং খুব শিগগিরই সুনামগঞ্জ শহরে আরও বড় পরিসরে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন