
সিলেটে পাথর লুটকাণ্ড নিয়ে নানা সমালোচনার মধ্যে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছেন ইন্সপেক্টর রতন শেখ।
রবিবার (৩১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান।
নতুন ওসি রতন শেখ এর আগে শরীয়তপুরের শিবচর থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ ছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।
রতন শেখ এ বিষয়ে জানান, “আমি বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলেই যোগ দেব।”
অন্যদিকে বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনানও একই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বদলির খবর শুনেছি, তবে কাগজ এখনো হাতে পাইনি।”
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিবেদনে ওসি উজায়ের আল মাহমুদ আদনানসহ কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তারা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে সাদা পাথর লুটপাটে সহযোগিতা করেছেন।