সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে জৈন্তাপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে জৈন্তাপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জৈন্তাপুর সংবাদদাতা :: গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জৈন্তাপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ( রবিবার (৩১ আগস্ট) রাত ৮টা জৈন্তাপুর উপজেলা সদরে এ এম জাবেদ ও নাসির উদ্দীন পান্নার নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।

 

মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সদস্য ওলিউর রহমান এবং শ্রমিক অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সভাপতি আবু সায়েম। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সাবেক সদস্য সচিব এমরান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকা নুরুল হক নুরের ওপর হামলা দেশের জনগণের অধিকার হরণ করার অপচেষ্টা। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।

 

নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায় ও নির্যাতন দিয়ে কোনো আন্দোলনকে দমন করা যায় না। বরং জনগণের সত্যের পক্ষে অবস্থানই ন্যায় প্রতিষ্ঠার পথ সুগম করে।

সংবাদটি শেয়ার করুন