সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ণ
চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ  মাদক কারবারি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাবের বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাকলাপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করে।

 

গ্রেফতারকৃত মো. মকবুল হোসেন (৩০) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মকবুলকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করছিল। আটককৃত গাঁজা ওই এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন