সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০৫:২৮ অপরাহ্ণ
জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন

সিলেট:: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জৈন্তাপুর উপজেলা কমান্ড এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ( এমআইএস নং -০১৯১০০০৬৬১৪) কে আহবায়ক ও বীরমুক্তিযোদ্ধা আবদুল মালিক (এমআইএস নং- ০১৯১০০০৫৮৫০) কে সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

 

গত বুধবার (২৭শে আগষ্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা হাজী মখলিছুর রহমান স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আহবায়ক ও সচিব পদের পাশাপাশি যুগ্ম আহবায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা এবাদুর রহমান। এ ছাড়াও আহবায়ক কমিটিতে চারজন সদস্য হলেন বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সরকার,বীরমুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস আলি ও বীরমুক্তিযোদ্ধা মুহিবুর রহমান।

 

এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জৈন্তাপুর উপজেলা কমান্ডের নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পেশাজীবি সংগঠন ও গণমাধ্যম কর্মীরা।

 

এদিকে নবগঠিত কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন ৭১এর চেতনাকে লালন করে জৈন্তাপুর উপজেলার সকল শহীদ মুক্তিযোদ্ধা,বীরমুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন