সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর সীমান্ত হতে পুশইন কৃত ২বাংলাদেশী নাগরিক আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ণ
জৈন্তাপুর সীমান্ত হতে পুশইন কৃত ২বাংলাদেশী নাগরিক আটক

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্ত হতে ২জন বাংলাদেশী পুশইন করা নাগারিকদের আটক করেছে বিজিবি। পুলিশের কাছে হস্থান্তর।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাযায়, ৩০ আগষ্ট শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার ১৩০২ এর ৪নম্বর সাব পিলার দিয়ে বাঘছড়া এলাকাদিয়ে পুশইন করে ২জন বাংলাদেশী নাগরিককে। খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটলিয়নের লালাখাল বিওপির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি জানায় আটককৃত ২জন বাংলাদেশী নাগরিক ১০ বৎসর পূর্বে ভারতে যান। তারা হলেন খুলনা জেলার দিঘলীয়া থানার মাধবপুর গ্রামের মৃত মোতালেব ফকির এর ছেলৈ হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫)।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফেট্যানেন্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি পুশইনকৃত ২জন নাগরিক আটকের বিষয় নিশ্চিত করে বলেন তাদেরকে যথা নিয়মে নিকটস্থ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্থরের পক্রিয়া গ্রহণ করা হয়েছে। আমাদের সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারী জোরদার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন