কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় সাইদুর রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের লামা শাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাইদুর রহমান ওই গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। এ ঘটনায় নিহতের দুই ভাই গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৬ আগস্ট) ঘাতক ইমরান আহমদের ফসলি জমিতে সাইদুর রহমানের পরিবারের কয়েকটি হাঁস প্রবেশ করলে সাতটি হাঁসকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এ নিয়ে গ্রামে বিচার দেন সাইদুর রহমান ও তার ভাইয়েরা।
শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ বিষয় নিয়ে নিহত সাইদুর রহমান, তার ভাই ফরিদ আহমদ ও আব্দুর রহমানের সঙ্গে ইমরান আহমদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান, তার বাবা রকিব আলী ও মা লেছু বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে তিন ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোরে সাইদুর রহমান মারা যান।
এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি ইমরান আহমদ ও তার বাবা রকিব আলীকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করেছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আপন চাচা ও চাচাতো ভাইয়ের হাতে সাইদুর রহমান খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।