সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ০৮:১২ অপরাহ্ণ
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন

 

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মুফতি মামুনুর রশীদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম।

ইসলামিক ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসাইন এর সভাপতিত্বে ও উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার গ্রাম আদালত এর কো-অর্ডিনেটর মহিবুল হাসনাত, সাধারণ কেয়ারটেকার মাওলানা জালাল উদ্দিন, মাওলানা শাব্বির আহমদ শরীফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা নছিব উদ্দিন, হাফিজ মাওলানা আবু সাঈদ, হাফিজ মাওলানা আজিজুল আম্বিয়া,মাওলানা শাব্বির আহমদ উসমানী।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা নিজাম উদ্দিন-কে সভাপতি, মাওলানা নছিব উদ্দিন-কে সাধারণ সম্পাদক এবং হাফিজ মাওলানা আবু সাঈদ-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন