সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-৫ আসনে এখন পর্যন্ত বিএনপির কাউকে মনোনয়ন দেয়া হয়নি: ইকবাল আহমদ তাপাদার

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ণ
সিলেট-৫ আসনে এখন পর্যন্ত বিএনপির কাউকে মনোনয়ন দেয়া হয়নি: ইকবাল আহমদ তাপাদার

অনলাইন ডেস্ক :

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার বলেছেন, আমরা জেনেছি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেয়ার জন্য নীতিনির্ধারক ফোরামে সিদ্ধান্ত হয়েছে।

 

তবে আমরা চাইবো যেন ধানের শীষের কোনো প্রার্থী দেওয়া হয়। কিন্তু এরপরও দলের বৃহত্তর স্বার্থে জোট থেকে যাকেই দেওয়া হবে, আমরা তার জন্য কাজ করতে প্রস্তুত আছি।

 

তিনি আরও বলেন, আমাদের বিএনপির নেতা দাবি করছেন যে, তাকে মনোনয়ন দেয়া হচ্ছে, এটি সম্পূর্ণ অসত্য। এখনও পর্যন্ত বিএনপির কাউকে মনোনয়ন দেয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন