
সিলেটের জৈন্তাপুর সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় ১১টি গরু ও ১টি মহিষ আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে প্রাণীগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সেদিন সকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় চারশ গজ বাংলাদেশের ভেতরে গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় তারা আটটি ভারতীয় গরু আটক করে। উদ্ধার করা এসব গরুর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ছয় লাখ চল্লিশ হাজার টাকা।
এছাড়া একই দিনে পৃথক অভিযানে জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহল দল আরও তিনটি গরু ও একটি মহিষ জব্দ করে। প্রাণীগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্ত এলাকায় পাওয়া যায়। এ অংশের জব্দকৃত গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে তিন লাখ নব্বই হাজার টাকা।
ফলে দুটি অভিযানে মোট ১১টি গরু ও একটি মহিষ আটক হয়, যার বাজারমূল্য দাঁড়ায় দশ লাখ ত্রিশ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত গরু ও মহিষ নিয়মিত আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবির এসব অভিযানের ফলে সীমান্তে গরু পাচার রোধে নতুন করে দৃঢ় বার্তা গেছে বলে স্থানীয়রা মনে করছেন। সীমান্তবাসীও আশাবাদী যে এ ধরনের ধারাবাহিক তৎপরতায় চোরাচালান কার্যক্রম আরও অনেকাংশে হ্রাস পাবে। দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সুশাসন রক্ষায় বিজিবির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।