সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক ঘটফুট বালু জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
জৈন্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক ঘটফুট বালু জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ পন্থায় ড্রেজার মেশিন ব্যবহার করে সারী নদীর বাওন হাওর নামক এলাকায় হতে প্রায় লক্ষাধিক ঘটফুট বালু জব্দ করা হয়েছে।

২৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকা হতে দীর্ঘ দিন হতে একটি চক্র সরকারের অনুমোদন ব্যাতীত সম্পূর্ণ অবৈধ পন্থায় ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রয় করে আসছে। বালু উত্তোলনের ফলে নদীর পাড়ের ফসলী জমি, মানুষ চলাচলের রাস্তা নদীতে তলিয়ে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। এমন সংবাদের ভিত্তিত্বে প্রশাসনে এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারী নদীর বাওন হাওর নামক এলাকায় হতে প্রায় লক্ষাধিক ঘটফুট বালু জব্দ করেন।

অভিযানে এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাশাপাশি উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন ও উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাগন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি বলেন, উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিলেট জুড়ে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় শেওলারটুক ও বাওন হাওরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় লক্ষাধিক ঘটফুট বালু জব্দ করা হয়েছে। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন