সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিমান্তে বিজিবির অভিযানে এবার পৌনে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০১:০৮ অপরাহ্ণ
সিমান্তে বিজিবির অভিযানে এবার পৌনে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:

সিলেট সীমান্তে ধারাবাাহিক অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবার পৌনে ১ কোটি টাকা মূল্যের পাউডার, সুপারি, পাথর, বালি ও মদ জব্দ করেছে বাহিনীটি। এসময় পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করা হয়।

 

এক বার্তায় ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিকোরি পাউডার ৮৫৫ কেজি, চিনি ৪ হাজার ৪৪০ কেজি, সুপারি, পাথর, বালি ও মাদকদ্রব্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ৭৪ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা।

এছাড়াও অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি নৌকাও আটক করে বিজিবি।

জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!