ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটি উদযাপন করেছে এক আনন্দ মিছিলের মাধ্যমে, যা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় নিজপাট ইউনিয়ন অফিস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিস্থম্ভ সংলগ্ন পথসভায় সমাপ্ত হয়।
পথসভা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ সরকার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির ইমতিয়াজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, সদস্য দুলাল আহমদ, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, নাজমুল হক ইয়াজুল, নাজিম উদ্দিন, দুলাল আহমদ, মহিউদ্দিন বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ, নাজিম উদ্দিন, মুক্তাদির আল সেলিম, সাহেদ আহমদ ও রুবেল আহমদ।
পথসভায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান ফাহাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, রহমত মারুফ, আলীম উদ্দীন, তৈয়ব আলী কারিগরি কলেজ ছাত্রদল সভাপতি আলীম উদ্দীন, তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি হাসিবুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির কার্যক্রমকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। তারা বলেছিলেন, দলীয় ঐক্য ও সমবায়বোধে দৃঢ় থাকার মাধ্যমে স্থানীয় রাজনীতিতে ন্যায় ও প্রগতি নিশ্চিত করা সম্ভব।
মিছিল ও পথসভায় অংশগ্রহণকারীরা আনন্দের সঙ্গে দলীয় সমর্থন প্রদর্শন করেন এবং একত্রে কাজের মাধ্যমে সুনিশ্চিত উন্নয়ন ও স্থায়িত্বের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সকলের অভিমত ছিল, নবগঠিত কমিটি স্থানীয় নেতৃত্বের শক্তিশালী মডেল হিসেবে সবাইকে অনুপ্রাণিত করবে।