
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জে উপজেলায় পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে ১৫শ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৭আগষ্ট) বুধবার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাগ ইউপির ও ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে টানা তিনঘণ্টা অভিযান পরিচলানা করা হয়। এ সময় তাদের বালুখেকোরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এবং কেউ যেনো অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন না করে সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেন।
এছাড়াও, নবীগঞ্জ পৌর এলাকায় কয়েকটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান বেকারিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ ৩০ হাজার টাকা অর্থ দন্ড করা প্রদান করা হয়।
জানাযায়, নবীগঞ্জ পৌরসভা এলাকার জেলা পরিষদ ডাক বাংলোর পার্শ্ববর্তী শেখ আলীশা ফুড ও মাওলানা স্পেশাল বেকারি নামক ২ টি প্রতিষ্ঠানকে বেকারি পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, নিট ওজন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নবী হোসেন এর পুত্র আলমগীর মিয়া, ডাক বাংলো রোডস্থ আলীশা ফুডে ১৫ হাজার টাকার অর্থদণ্ড। এবং মাওলানা স্পেশাল বেকারির নুরুল হকের পুত্র মো: আলেক মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচলানা করে নগদ অর্থ দন্ড সহ বালু জব্দ করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।