জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী ব্যাটারী চালিত মিশুক গাড়ী চালক শায়েক মিয়ার(১৮) উপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারী জাকওয়ান মিয়া (২০) ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ১নং কলকলিয়া ইউনিয়ন অটোরিক্সা ও মিশুক সমিতির আয়োজনে ২৭ শে আগষ্ট রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, তরুণ সমাজ সেবক খোকন তালুকদার, ফারুক আহমেদ, ছুরুক মিয়া, কলকলিয়া ইউনিয়ন অটোরিক্সা ও মিশুক সমিতির ম্যানেজার জাহির আলী, মিশুক চালক আব্দুল কাদির ও এলাল হোসেন প্রমূখ।
পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাগলা-জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর কলকলিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়।
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক অটোরিকশা ও মিশুক চালক সহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২৪ শে আগষ্ট রোজ রবিবার দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মহন আলীর ছেলে মিশুক চালক শায়েক মিয়া(২৮) ও তার চাচাতো ভাই সাদিক মিয়া (২৮) কলকলিয়া বাজার থেকে কলকলিয়া-তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে স্থানীয় সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া জামে মসজিদ'র পূর্ব পাশে পৌছা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা একই ইউনিয়ন এর খাশিলা গ্রামের এলাইছ মিয়ার ছেলে জাকওয়ান মিয়া ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে শায়েক মিয়ার (১৮) গাড়ীর গতিরোধ করে এবং শায়েক মিয়া কিছু বুঝার আগেই দুষ্কৃতকারী জাকওয়ান মিয়া গংরা ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশা চালক শায়েক মিয়া (২৮) ও সাদিক মিয়া (২৮)কে এলোপাতাড়ি আঘাত ও মারপিটে করে রক্তাক্ত আহত করে। গুরুতর আহত অটোরিকশা চালক শায়েক মিয়া (১৮) সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহত সাধিক মিয়া(২৮) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে ২৪ শে আগষ্ট রাতে শায়েক মিয়ার পিতা মহন আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।