আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় রোপা আমনের ধান গাছ রোপনে শুরু করেছে কৃষক। এখনও পুরুদমে শুরু হয়নি। তবে কিছু দিনের মধ্যেই পুরুদমে চলবে রোপনের কাজ। সামনে মাসের শেষের দিখে রোপন শেষ হবে বলে ধারনা করছে উপজেলা কৃষি অধিদপ্তর।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানাযায়, এ উপজেলার পাচঁটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ হাজার ৮২০ হেক্টর জমিকে রোপা আমন আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। এপর্যন্ত ৬০ হেক্টর জমিতে ধান গাছের ছারা রোপন করা হয়েছে।
এছাড়া ৭ হাজার ৮২০ হেক্টর জমি আবাদের জন্য ৩ শ' ৭২ হেক্টর জমিতে বিনা ৭,১৭,২২ ব্রী ধান ৪৯, ৭৫, ৮৭, ১০৩ জাতসহ বিভিন্ন জাত ধানের বীজ তলা তৈরী করা হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওরে ঘুরে দেখা গেছে, জমিতে হালচাষ চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত। কিছু এলাকা বীজতলা থেকে ধানের চারাগাছ সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
এক নম্বর সদর ইউনিয়নের কৃষক কুদরত আলী বলেন, তিনি এ মৌসুমে ৬ কিয়ার জমিতে বিআর ৪৯ জাতের আমন ধানের আবাদ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পৌর এলাকার কৃষক তামিম মিয়া জানান, আমন ধান আবাদ বীজতলা থেকে শুরু করে চারা রোপন পর্যন্ত পুরোটাই বৃষ্টির পানির উপর নির্ভশীল। প্রকৃতি অনুকূলে থাকলে এবার আমন উৎপাদ বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ধানের ৩৭২ হেক্টর জমিতে রোপা আমনের বীজ তলায় ধানের চারা উৎপাদন করা হয়েছে। চারা রোপন করা হয়েছে। এ পর্যন্ত ৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে আবাদের চলবে।