রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি ::: মৌলভীবাজার সরকারি কলেজে একাউন্টিং ফ্যামিলির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের হল রুমে, আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র-জনতা সহ বিরোচিতদের স্মরণে এই শোক সভা ও দোয়া মাহফিল। এবং হিসাব বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল রহমানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকউজ্জামান ভূইয়া, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক মোঃ মুজাহিদুল ইসলাম, একাউন্টিং ফ্যামিলির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ও হাফেজ মনিরুল ইসলাম সহ আরো অন্যান্য।
অনুষ্ঠান পরবর্তী সময়ে হিসাব বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন ও শিক্ষকদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।