গোয়াইনঘাট প্রতিনিধি: মাছ আমাদের জাতীয় জীবনে আমিষের চাহিদা পূরন করে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে। আইন মেনে মাছ আহরন করতে হবে। অভয়াশ্রমের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। বিষ প্রয়োগ করে মাছ ধরলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শেষে উপজেলার বিভিন্ন পুকুর ও হাওরে পোনামাছ অবমুক্ত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধীকারী।
সোমবার (২৫আগষ্ঠ) বেলা আড়াইটায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী'র সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় মৎস্যসপ্তাহ -২৫ উদযাপন শেষে উপজেলার বিভিন্ন পুকুরে ও হাওরে ৪১৩.১৫কেজি পোনামাছ অবমুক্তকালে এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো: আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম,,
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, সাবেক সভাপতি এমএ মতিন, গোয়াইনঘাট উপজেলা মহিলা অফিসের সহকারী মো: শামিম আহমদ, মৎস্য অধিদপ্তর গোয়াইনঘাট'র অফিস সহকারী মো: ফয়জুল ইসলাম, সমবায় অফিসের সহকারী মো: জিল্লুর রহমান প্রমূখ।