
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশকে আমরা সঠিক পথে নিতে চাই—যে পথে থাকবে গণতন্ত্রের শ্বাস, আইনের শাসনের নিশ্চয়তা এবং মানুষের মর্যাদা। ক্ষমতার কেন্দ্র নয়, জনগণ হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। এই লক্ষ্যে নিয়েই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সত্যিকারার্থে সুখি, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করতে চান। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট আওয়ামিলীগ দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা প্রিয় জন্মভূমিকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে। তাই দেশের অর্থনীতি এখন চাপের মুখে পড়েছে, বেকারত্ব ও বৈষম্য জনগনকে পিড়া দিচ্ছে। আমরা চাই অর্থনৈতিক পুনরুদ্ধার: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুনর্গঠন সহায়তা, কৃষি–শ্রমিক–প্রবাসীসহ সকল উৎপাদনমুখী খাতে টার্গেটেড প্রণোদনা এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্যসহনশীলতা।”
রোববার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে চিকনাগুল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশকে সঠিক পথে আনতে তিনটি স্তম্ভ জরুরি—স্বাধীন প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রশাসন এবং অংশগ্রহণমূলক শাসন। স্বাধীন বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশন, সংসদীয় নজরদারি, তথ্যের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও কাঠামোগত সংস্কার করা। যা বিএনপির ৩১ দফা কর্মসূচিতে সুস্পষ্টভাবে রয়েছে। একটি দেশে এগিয়ে নিতে হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি
শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, কারিগরি–ডিজিটাল দক্ষতা বাড়িয়ে তরুণদের কর্মসংস্থান, স্থানীয় সরকারের আর্থিক বিকেন্দ্রীকরণ, নগর–গ্রাম বৈষম্য হ্রাস এবং জলবায়ু–দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, এই জৈন্তাপুর উপজেলা সিলেট শহরের অত্যন্ত নিকটবর্তী। বিগত সময়ে এখানে একজন এমপি ছিলেন, তিনি আবার পূর্ণ মন্ত্রীও ছিলেন। এই উপজেলা প্রকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি, প্রকৃতিক সম্পদে ভরপুর। কিন্ত এখানকার রাস্তা-ঘাট দেখে মনে হতে পারে এটি যেন কোন বিচ্ছিন্ন জনপথ। সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের পর এখানে কোন এমপি ছিলেন বলে মনে হয়না। দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করতেই সবাইকে আবারো ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসির উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর কৃষকদলের আহবায়ক এবিএম জাকারিয়া, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বেলাল, সিলেট মহানগর সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক শামছুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহজাহান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধাদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ।