
সুনামগঞ্জ প্রতিনিধি:
‘সুনামগঞ্জ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সেমিনার চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের দপ্তর প্রধান, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।