সিলেট ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে তিন ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা 

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ণ
কানাইঘাটে তিন ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা 

কানাইঘাটে তিনটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

উপজেলার ৬ নং সদর ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী কবি সরওয়ার ফারুকী। তিনি ইতিপূর্বে একবার ইউপি নির্বাচন করেছেন। উপজেলার উমাগড় গ্রামের বাসিন্দা সরওয়ার ফারুকী একজন কবি,সাহিত্যিক হিসেবে পরিচিত। রাজনীতির পাশাপাশি রয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যও।

 

৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী । লোকমান উদ্দিন গাছবাড়ী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবেও কাজ করছেন।

তিনি ছত্রপুর গ্রামের বাসিন্দা।

 

৯ নং রাজাগঞ্জ ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মাওলানা শরীফ আহমদ।

তিনি প্রথম বারের মতো ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। মাওলানা শরীফ আহমদ উপজেলার তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও তালবাড়ী গ্রামের বাসিন্দা।

 

কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন দলীয় প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত এই তিনটি ইউনিয়নে প্রার্থী ঘোষণা করা হয়েছে, অন্য ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন