সিলেট ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক চেতনা জাগ্রত করতে হবে” — মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী 

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০৮:২১ অপরাহ্ণ
শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক চেতনা জাগ্রত করতে হবে” — মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী 

 

এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় নগরীর হোটেল গ্র্যান্ড ভিউ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

 

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কাণ্ডারী। তাদের মধ্যে নৈতিকতা, সততা ও আদর্শিক চেতনা জাগ্রত করতে পারলেই দেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তর করা সম্ভব। শুধু ডিগ্রি নয়, বরং চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।”

 

প্রধান আলোচক লিডিং ইউনিভার্সিটির ইসলামীক স্টাডিজ বিভাগের প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান বলেন—

“ছাত্রসমাজই জাতির প্রাণশক্তি। তারা যদি সঠিক পথে অগ্রসর হয় তবে বাংলাদেশ আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। এজন্য প্রয়োজন শিক্ষা ও গবেষণার পাশাপাশি নৈতিকতার চর্চা।”

 

প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহসভাপতি কাওছার আহমদ বলেন—“আদর্শ বাংলাদেশ গঠনের জন্য ছাত্রসমাজকে দায়িত্বশীল ও সংগ্রামী হতে হবে। আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের সামনে বিরাট দায়িত্ব অপেক্ষা করছে—শিক্ষার পাশাপাশি চরিত্রেও নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, যুব জমিয়ত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

বিশেষ বক্তা ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ভার্সিটি সম্পাদক মাহমুদুল হাসান তাক্বি।

 

সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

 

শেষে জেলার বিভিন্ন উপজেলা ও ক্যাম্পাস শাখার দায়িত্বশীলদের উপস্থিতিতে শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সুন্নাহ সামগ্রী ও উপহার প্রদান করা হয়।বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন