
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-চট্ট-২১৫৯ অন্তঃ গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটি অন্তরভূক্ত ঢাকাদক্ষিণ ট্রাক ড্রাইভার সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক অনুষ্টান শুক্রবার ২২শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাদক্ষিণ ট্রাক ড্রাইভার সমিতির সভাপতি রাজু আহমদের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাকের আহমদ শাকিলের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-চট্ট-২১৫৯ এর কার্যকরী সভাপতি মো: আব্দুস ছালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় আমি বারবার নির্বাচিত হয়েছি। আপনাদের আস্থা ও ভোটের কারণেই আমি আজ এই পর্যায়ে আসতে পেরেছি। এবারো আমি আপনাদের পরামর্শে ও অনুরোধে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, আপনাদের অকুণ্ঠ সমর্থন পেলে বিজয়ী হয়ে আবারো শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করতে পারবো। তিনি আরও বলেন, শ্রমিক ভাইয়েরা আজ যেসব সমস্যা ও অনিয়মের মুখোমুখি হচ্ছেন, তা দূর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি যদি পুনরায় নির্বাচিত হই, তাহলে আমি এ সংগঠনের শ্রমিকদের জন্য পেশাগত নিরাপত্তা, কল্যাণমূলক সুবিধা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ ৬নং ইউনিয়নের চেয়ারম্যান, এম আব্দুর রহিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক বিল্লাল মিয়া, প্রচার সম্পাদক সামাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মো: মাছুম আহমদ লস্কর, দপ্তর সম্পাদক বিল্লাল মিয়া, কোষাধ্যক্ষ মো: জুলহাস হোসেন বাদল, সদস্য আলী আহমদ আলী, সফিক মিয়া, জলিল আহমদ, সাবেক সহ-সভাপতি জুবের আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হীরা, সাবেক সদস্য কানু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা উপ-কমিটির সভাপতি কাওছার আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা উপ-কমিটির কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কামাল আহমদ নূর, সম্পাদক রুজেল আহমদ, সাবেক সভাপতি বদরুল ইসলাম, শাহজালাল র: ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান চালক সমিতি সভাপতি আতিক আহমদ, সম্পাদক মো: সুরুজ আলী, সাবেক সহ কারি নির্বাচন কমিশনার বদরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি