সিলেট ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ————অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে  হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে  ————অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি উপজেলার যুবদলের কমিটি গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা পালন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রতিটি নেতাকর্মীকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে জনগণের পাশে থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির ৩১ দফা জনগনের আস্থার প্রতীক। এই ৩১ দফা বাস্তবায়ন হলে সব সমস্যার সমাধান হবে। সেজন্য দলের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি রেস্টেুরেন্টের হলরুমে বিয়ানীবাজার পৌর যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ বিয়ানীবাজার পৌর যুবদলের কমিটি গঠনে লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো দেশের জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। আশা করি দেশের জনগণ এই দাবি মেনে নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হবে। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

বিয়ানীবাজার পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. নজমুল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের যুবদলের সহ সভাপতি হাবিবুর রহমান রুমেল, মীর্জা জাহিদুর রহমান, ডি এইচ খান মিশু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম, সেলিম আহমদ সেলু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক, মোঃ রেদওয়ান আহমদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য জাহেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার পৌর যুবদল যুগ্ম আহবায়ক আসলাম উদ্দিন মনি, জাবেদ হোসেন, নুরুল ইসলাম, আহমেদ রিজবী আমিন, লিমন আহমদ, জানে আলম, আহবায়ক কমিটির সদস্য, নুর উদ্দিন, পাবেল আহমদ, সুহেল রানা টিপু, সালেহ আহমদ, শাহীন আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক আইনুল আবেদীন, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন শিমু, ৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি সালেহ আহমদ, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পাবেল আহমদ, ২নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি নোমান আহমদ শিপু প্রমুখ।

এদিকে, কর্মীসভা উপলক্ষে বুধবার সকাল থেকে পদপ্রত্যাশী নেতৃবৃন্দ পৃথকভাবে শো-ডাউন করেন। কর্মী সভায় বক্তারা বলেন, খুব শীঘ্রই উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করুন