সিলেট ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে নদীপথে চাঁদাবাজদের নৌকা জব্দ করেছে নৌ-পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ণ
ছাতকে নদীপথে চাঁদাবাজদের নৌকা জব্দ করেছে নৌ-পুলিশ

সেলিম মাহবুব,ছাতকঃ

বৃহস্পতিবার সকালে ছাতক নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নৌ-পথের ৪ চাঁদাবাজ নৌকা রেখে পালিয়েছে। নৌ-পুলিশ ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে।

 

স্থানীয় ও নৌ-পুলিশ সুত্রে জানাগেছে সুরমা নদী দিয়ে যাতায়াত করা বার্জ-কার্গো ও ভলগেট থেকে সুরমা নদীর লক্ষীবাউর এলাকায় একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছে।

 

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে স্পীটবোড নিয়ে নদীতে অভিযান চালায়। নৌ-পুলিশের উপস্থিতি দেখে নদীতে তাদের ব্যবহৃত ইঞ্জিন নৌকা রেখেই চাঁদাবাজরা পালিয়ে যায়।

 

নৌ-পুলিশের অভিযান দেখে লক্ষীবাউর গ্রামের আশক আলীর পুত্র আলীম উদ্দিন,ভুদন আলীর পুত্র ছোরাব আলী, আব্দুর রাজ্জাকের পুত্র ফখর উদ্দিন ও মির্জাপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র সুমেন মিয়া নৌকা রেখে পালিয়ে যায়।

পুলিশ নৌকা জব্দ করেছে।

 

ছাতক নৌ-পুলিশের আইসি মোঃ আনোয়ার হোসেন জানান এখন থেকে ছাতক-দোয়ারা-কোম্পানিগঞ্জ নদী পথে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে নৌ-পুলিশ। তিনি যে কেউ হউক ছাড় নেই চাঁদাবাজদের।

 

চাঁদাবাজদের বিরুদ্ধে নৌ-পুলিশ অবস্থান করবে। নৌকাটি অভিযোগসহ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন