সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়ির সন্নিকটস্থ একটি পরিত্যক্ত জায়গা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়। এলাকাবাসী বিষয়টিকে রহস্য জনক বলে মনে করছেন।
ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান সংবাদটির সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েনারীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য অত্যন্ত জরুরি।