জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:: সিলেট-সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই মালামাল জব্দ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সিলেট ও সুনামগঞ্জ জেলার আলাদা স্থান থেকে ৫০ লাখ ৯২ হাজার ৪২০ টাকার বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯,৮৭০ কেজি ভারতীয় চিনি, ১,০৭১ পিস ক্রিম, আটটি গরু, ১২০ কেজি চা-পাতা, জিরা, মোটরসাইকেল, ডেরোবিন ক্রিম, ৪০৫ কেজি বাংলাদেশি শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী বারকি নৌকা আটক করে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৯২ হাজার ৪২০টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়। আটক মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।