সিলেট:: ভোলাগঞ্জ সাদাপাথর লুট হওয়া প্রায় ৩৭ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় পরিচালিত এক অভিযানে এই বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট-এর একটি বিশেষ টিম এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করে।
ধারণা করা হচ্ছে, এগুলো ভোলাগঞ্জ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন ও লুটের পর সেখানে গোপনে মজুত করা হয়েছিল।
গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় ব্যাপকভাবে অবৈধ পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে তা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে। এই বিষয়ে উচ্চ আদালতেও একটি রিট আবেদন দায়ের করা হয়, যার প্রেক্ষিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
তারই ধারাবাহিকতায় র্যাব-৯ সক্রিয়ভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানের মাধ্যমে অবশেষে লুট হওয়া পাথরের একটি বড় চালান উদ্ধার সম্ভব হলো।
র্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অবৈধ সম্পদ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
র্যাব-৯ আরও জানায়, জব্দকৃত পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাথর লুটের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।