
শিক্ষার গুণগতমান পরিবর্তনের লক্ষ্যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ,এই স্লোগানকে সামনে রেখে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ও মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় জৈন্তাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদের সঞ্চালনায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাসুক আহমদ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা মানুষের আলোকিত পথের দিশারী। জৈন্তাপুরের কন্যা শিক্ষার ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও আধুনিক উপকরণের বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল হাফিজ।
প্রধান বক্তা বলেন- শিক্ষার্থীদের সুশিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন,শিক্ষার্থীরা হচ্ছে জাতির সম্পদ। তাদের উন্নত শিক্ষার সুযোগ করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
এসময় আরো উপস্থিত ছিলেন:জেলা বিএনপির উপদেষ্টা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবি এম জাকারিয়া,জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির উপদেষ্টা তাহির আলী (কলাই), নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (মেম্বার), জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, নাজমুল হক ইয়াজুল, আব্দুর রব দুলাল,উপজেলা যুবদলের সদস্য আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত, উপজেলা যুবদলের সদস্য নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, প্রচার সম্পাদক মুক্তাদির আল সেলিম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, নিজপাট ইউনিয়ন যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রুবেল আহমদ, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কবির আহমদ,৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির।
অনুষ্ঠান শেষে ইমরান আহমদ মহিলা কলেজের প্রিন্সিপাল এনামুল হক সরদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন- প্রধান অতিথি,প্রধান বক্তা, বিশেষ অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে সহযোগিতা কামনা করেন।