
ডেস্ক নিউজ ::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লিমন আহমদ(৩০) নামের এক টমটম চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় অপরাধীরা। এসময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হেতিমগঞ্জ পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার লিমন উপজেলার ফুলবাড়ি মিরাপাড়া গ্রামের মানিক আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজারে একটি টমটমের গতিরোধ করে সিএনজি অটোরিকশায় থাকা তিন যুবক। এসময় টমটমের ভিতরেই ছিলেন ছিনতাইয়ের শিকার লিমন। তারা অস্ত্র দেখিয়ে লিমনের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপর লিমনকে সড়কের পাশে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে চাইলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এসময় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা গেলেও তাদের অপর এক সঙ্গী টাকা নিয়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলো- উপজেলার রনকেলী গ্রামের মৃত লেবই মিয়ার ছেলে জালাল মিয়া(৩৫) ও রনকেলী দক্ষিণ পাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে লায়েক আহমদ(৩২)। পালিয়ে যাওয়া ছিনতাইকারীর নাম বদই মিয়া। তিনি একই গ্রামের মকবুল আলীর ছেলে।ছিনতাইয়ের শিকার লিমন জানান, তিনি টমটমের ইঞ্জিনের যন্ত্রাংশ কিনতে দুপুরের দিকে শহরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করেন।
ফুলবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল জানান, ছিনতাইকারীদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। বিকেল ৬টার দিকে একদল পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।