জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের নানান কর্মসূচী উদযাপিত
হয়েছে ।
বুধবার (২০ আগস্ট) পালিত এই কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডাস্টবিন স্থাপন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুরু হয় উপজেলা সদরের নিজপাঠ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে। বিকেলে একই স্থানে সমাবেশের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা সংলগ্নের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছের পরিচালনায় ও আহ্বায়ক মো: শাহজাহানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, আলী মো: নুরুল হুদা দিপু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব (সাবেক ভাইস চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা পরিষদ), সহ-সভাপতি আলহাজ্ব আলমগীর (সাবেক চেয়ারম্যান ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ), সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী (চেয়ারম্যান ১নং নিজপাঠ ইউনিয়ন পরিষদ), উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার (চেয়ারম্যান ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশীদ (মেম্বার), উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহিন আলম, উপজেলা জাসাস দলের সহ-সভাপতি ইসমাইল আলী ইয়াছা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, জাকারিয়া, সালেহ আহমেদ, নোমান আহমেদ, মাসুক আহমেদ, ১নং নিজপাঠ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাছির উদ্দীন, সদস্য সচিব হেলাল মাদানী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব আল আমিন, ৩নং চারিকাটা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলজার আহমেদ, সদস্য সচিব ফয়জুল আহমেদ, ৪নং দরবস্ত ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ময়নুুউদ্দিন, ৫নং ফতেপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ৬নং চিকনাগুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের আহমেদ, সদস্য সচিব শাকিল আহমেদসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।