সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে মিথ্যা চুরির নাটক সাজিয়ে থানায় অভিযোগ দিয়ে হয়রানীর কারণে ১৩ চিহ্নিত প্রতারকের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
গোলাপগঞ্জের এখলাছপুর গ্রামের জয়নাল আবেদীন বাদী হয়ে একই গ্রামের ১১জন ও সাংবাদিক পরিচয়দানকারী দুই ফেসবুক লাইভারকে অভিযুক্ত করে রোববার এ জিডি করেন। সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন, বিবাদীদের সাথে পূর্বশত্রুতার জের ধরে মামলা মোকদ্দমা চলমান আছে।
বিবাদীরা পরিকল্পিত ভাবে ১৪/০৮/২০২৫ ইং ভোররাতে এখলাছপুর গ্রামের রহিম মিয়ার দোকানের মালামাল সরিয়ে চুরির মিথ্যা নাটক সাজিয়ে জয়নাল আবেদীনের পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার উদ্দেশ্যে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছে। তারা ‘আধুনিক টিভি’ ও ‘বাংলা টাইম এন্ড টিউন’ নামে দুটি ফেসবুক পেজে জয়নাল ও তার পরিবারের বিরুদ্ধে ভূয়া চুরির লাইভ প্রচার করছে। বিবাদীরা জয়নাল ও তার পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকি দিচ্ছে। তিনি তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রী করেছেন। বিবাদীরা হলেন, এখলাছপুর গ্রামের তাজ উদ্দিন, ছালিম আহমদ, নিজাম উদ্দিন, রহিম উদ্দিন, মিছবাহ উদ্দিন, রমিজ উদ্দিন, জালাল উদ্দিন, মারজান আহমদ, তমিজ উদ্দিন, এমরান আহমদ, আব্দুল খালিক, আধুনিক টিভির সাংবাদিক পরিচয়ধারী চাঁদাবাজ মামুন চৌধুরী ও মামলা ব্যবসায়ী বাংলা টাইম এন্ড টিউনের সাংবাদিক পরিচয়ধারী ভূয়া সাংবাদিক রাজন মিয়া।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা জিডির সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি