বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলাধীন গোয়াইনঘাট উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত রবিবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের সুপারিশক্রমে এবং সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রতিনিধি মনোরঞ্জন তালুকদারের অনুরোধে বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব এস এম সাইফুর রেজা স্বাক্ষরিত পত্রে মো. গোলাম কিবরিয়া-কে সভাপতি, আব্দুল মালিক-কে সাধারণ সম্পাদক এবং মো. সাদেক আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. রুহুল আমিন, সহ সভাপতি শিবেন চন্দ্র দাস, মো. জালাল উদ্দিন, মো. হারুনুর রশিদ, মো. বুলবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, মো. লুৎফুর রহমান, মো. গোলজার আহমদ, মো. ইসলাম উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোওয়ার আহমদ, সায়েম আহমদ, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক নাজিম খান, দপ্তর সম্পাদক আলিম উদ্দিন, যুগ্ম দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, আইন ও বিচার সহায়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, যুগ্ম আইন ও বিচার সহায়ক সম্পাদক আমির উদ্দিন, তদন্ত বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ, সালিশ বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক আক্তার ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক শাহানুর, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বিলকিছ আক্তার, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. ইলিয়াস আলী, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সম্পাদক মো. মিসবাহ উদ্দিন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক পারভেজ আলম, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক মো. ইয়াসিন আলি, যুব ও ক্রীড়া সম্পাদক দুলাল। বিজ্ঞপ্তি