
চুনারুঘাট প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি ক্যাভার্ড ভ্যান ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চুনারুঘাটের চাঁদপুর এ অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবী। ব্যবসায়ীরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের মৃত শুনিল দেবের ছেলে সুসেন দেব (৩৫) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত হাজী খলিলউল্লাহ’র ছেলে মোঃ আবু বক্কর (৩৫)।
মাদকসেবীরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুর গ্রামের মৃত প্রিয়ন্তা সাঁওতালের ছেলে মনতুষ সাঁওতাল (৩০) এবং সুরেন্দ্র মালির ছেলে সুজন মালি (৩৫)। অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি দেড় টনের ক্যাভার্ড ভ্যান, পাঁচটি মোবাইল ফোন ও তিন হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।