নিজস্ব সংবাদদাতা :
সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও চোরাচালান রোধে দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাটালিয়নের ৪৮ বিজিবি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দিন-রাত মাঠে থেকে সৈনিকদের নিয়ে অভিযানে নেতৃত্ব দিয়ে যাচ্ছে তিনি।
স্থানীয় সচেতন মহল জানান , তাঁর নেতৃত্বে বিজিবির তৎপরতায় সীমান্তে চোরাকারবারিদের কার্যত কোণঠাসা হয়ে পড়তে হয়েছে। চোরাচালান বন্ধে এর আগে এত সুসংগঠিত ও কার্যকর পদক্ষেপ খুব কমই দেখা গেছে বলে এলাকাবাসীর অভিমত।
লে. কর্নেল নাজমুল হক শুধুমাত্র দপ্তরে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে নামেন, যা একজন কমান্ডারের অনন্য দৃষ্টান্ত। ফলে সীমান্ত এলাকায় তাঁর নাম এখন অবৈধ কারবারিদের কাছে আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
বিজিবির এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে-জাতীয় সম্পদ রক্ষায় এবং সীমান্তে অবৈধ কার্যক্রম দমনে বিজিবি সবসময় দেশের জনগণের পাশে আছে।